কেমন আছিস ?

কেমন আছিস স্কুলের ব্যাগ , ডাকটিকিট , অঙ্ক খাতা ?
কেমন আছিস খেলার মাঠ , হারানো বল , চোর কাঁটা ?
কেমন আছিস সকালসন্ধে সাইকেল আর টোই টোই ?
কেমন আছিস নতুন ক্লাসে নতুন গন্ধ , নতুন বই ?

কেমন আছিস বাবার হাতের কড়া শাসন ?
কেমন আছিস মেঘলা দিনের আনমনা মন ?
কেমন আছিস স্কুলের গেটে হজমিগুলি ?
কেমন আছিস আঁকার খাতা , রং তুলি ?

এলোমেলো , অগোছালো

সিগারেটের শেষে পরে থাকা ছাই
আর শেষ বাসের টিকিট

অন্য কথাও যাওয়ার আহ্বান

কে আছে সেখানে ? কি আছে ?
বেঁচে থাকা যাবে কি ?

ছেড়া চপ্পল , চায়ের ভাঁড় , অচেনা বন্ধু , বন্ধু হবে ?